খুঁটিজালে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য

কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় চর এলাকায় অবৈধভাবে বাঁশের খুঁটিজাল বসিয়ে প্রকাশ্যে মাছ শিকার চলছে। এর ফলে মাছের সঙ্গে সঙ্গে মারা পড়ছে নানা প্রজাতির সামুদ্রিক জীবের পোনা। এর ফলে হুমকির মুখে পড়েছে সমুদ্রের জীববৈচিত্র্য। স্থানীয় এলাকাবাসী ও মৎস্য শিকারির সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশখালীর উপকূলের গোরকঘাটা, আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকা, মুদিরছড়া, জালিয়াপাড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট,... বিস্তারিত



Comments