‘মাডির এ জীবন ভালা নাই বাফু’, মৃৎশিল্পীর আকুতি

‘১৪ বছরে বিয়া হইছে আমার। দেখতে দেখতে ৪০ বছর এই পালবাড়ির উসারায় মাডি গুইলা বাসনপত্র বানাইয়া জীবন পার কইরা দিলাম। অহন আর পারি না, খালি কোনোমতে দুই বেলা ভাত খাওনের লাইগা দিন-রাইত মাডির বাসন বানাই কম দামে বেচি। মাডির জীবন ভালা নাই বাফু...এ যেন এক কালান্তরের উপখ্যান।’ এক নিমেষেই শিবগঞ্জ পালবাড়ির বয়োবৃদ্ধ শিল্পী অনিতা পাল কয়লার ইঞ্জিনের মতো চলতে থাকা শ্বাস–প্রশ্বাসের ভেতর চাপাপড়া কথাগুলো বললেন।... বিস্তারিত



Comments