৪২ টনের জায়গায় আধা টন

চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা দুটি কনটেইনারে থাকার কথা ছিল ৪২ হাজার কেজি তামার টুকরো। তবে কটেইনার দুটি খুলে পাওয়া গেছে ৪১৯ কেজি তামার টুকরো। গতকাল বুধবার বন্দর চত্বরে এই ঘটনা শনাক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস কর্মকর্তারা জানান, চট্টগ্রামের মেহেদীবাগের আমীরবাগ এলাকার ওয়েন্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে এই চালান দুটি আনা হয়। গত ২২ জানুয়ারি পণ্য চালানটি খালাসের জন্য... বিস্তারিত



Comments