ম্যান্ডেলা-টুটুর দেশে, পথে

দক্ষিণ আফ্রিকা, আফ্রিকার একটি দেশ। উন্নত বিশ্ব যেমন আমেরিকা, কানাডা বা ইউরোপের যেকোনো শহরের মতোই এই দক্ষিণ আফ্রিকা। তাদের রাস্তাঘাট, বিল্ডিং—সবকিছু এত সাজানো–গোছানো, এত সুন্দর যে এটা আফ্রিকার শহর সেটা বিশ্বাস করাই কঠিন। আফ্রিকা বলতে আমরা বুঝি জরাজীর্ণ ঘরবাড়ি, অনুন্নত রাস্তাঘাট, আশপাশে গরিব মানুষ। পুরো আফ্রিকাতেও তা–ই। আমার বিভিন্ন জায়গা দেখার সুযোগ হয়েছে, সেগুলো মোটামুটি একই... বিস্তারিত



Comments