প্লেব্যাক করেছিলেন রাজ্জাক, বাদ যাননি এই নায়কেরাও

সিনেমায় আগে নায়কেরাই গাইতেন। এই উপমহাদেশের সিনেমার প্রাথমিক যুগে সেটাই হতো। আজকের মতো কেবল পর্দায় ঠোঁট মেলাতেন না। নায়ক হওয়ার প্রধান শর্তই ছিল গায়ক হওয়া। বাংলাদেশের সিনেমা যখন যাত্রা শুরু করে, তত দিনে প্লেব্যাক এসে গিয়েছিল। গান গাওয়ার ঝক্কি থেকে নায়কদের মুক্তিও মিলেছিল। এ জন্যই আমরা পেয়েছিলাম মাহমুদুন্নবী, বশির আহমেদ, আবদুল জব্বার, খুরশিদ আলমের মতো কালজয়ী শিল্পীদের। আর পর্দায় দেখেছি রাজ্জাককে,... বিস্তারিত



Comments