অবসরের কথা জানিয়ে দিলেন হাফিজ

৪০ বছরে পা দিয়েই অবসরে যাবেন মোহাম্মদ হাফিজ সমালোচকদের শান্ত করার উপায় খুঁজে পেলেন 'দ্য প্রফেসর।' ৩৯ বছর বয়সেও কেন খেলে যাচ্ছেন, কেন তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিচ্ছেন না-এমন প্রশ্ন নিয়মিত শুনতে হয় মোহাম্মদ হাফিজকে। প্রশ্নবাণে জর্জরিত হাফিজ অবশ্য ওতে কখনো ভ্রুক্ষেপ করেননি। করোনা সংকটের সময়ে কিছুদিন বাড়তি সময় মিলেছে। আর এ সময়েই ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্তের সময় নিয়েছেন। অবসর অবশ্য মাঠ থেকেই... বিস্তারিত



Comments