করোনার সংক্রমণ শেষে উহান অবমুক্ত করে দেওয়ার পর অনেক দম্পতি প্রথমেই যে কাজটা করেছেন, তা হলো তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন। অনেক সন্তানই মা–বাবার সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ না করার পণ করে বাড়ি ছেড়েছে। আমরা যাঁরা দেশে এখনো ঘরবন্দী, তাঁরাও ভুগছি সম্পর্কের নানা জটিল টানাপোড়েনে। লকডাউন উঠে যাওয়ার পর আমাদেরও এখানে কী হবে, সেটা হলফ করে বলা যাচ্ছে না। আমাদের সন্তানেরাও যে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন... বিস্তারিত
Comments
Post a Comment