আনিসুজ্জামান

প্রয়াত হয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য গবেষক, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তাঁকে কৈশোরকাল থেকে চিনতেন আমাদের বুদ্ধিবৃিত্তক ও সাংস্কৃতিক জগতের আরেক কৃতী সন্‌জীদা খাতুন। এ লেখায় তিনি স্মৃতিচারণা করেছেন আনিসুজ্জামানকে নিয়ে যখন স্কুলে পড়ি, তখন একটি কিশোর ছেলে ফজলুল হক হলের গেস্ট হাউসে আমাদের কাছে আসত। তার হাতে একতাড়া কাগজ থাকত। প্রুফ দেখাতে আসত সে আব্বুকে। আব্বু, কাজী মোতাহার হোসেন... বিস্তারিত



Comments