লকডাউন কোনো কোনো দেশে শিথিল হচ্ছে। কোথাও কোথাও চলছে এখনো। এই বিরুদ্ধ সময়ে ঘরে বসে কী লিখছেন লেখকেরা? সময়ের তিন জনপ্রিয় লেখকের খবর জানাচ্ছেন মারুফ ইসলাম অ্যাবিগেইল কোলব্রিটিশ লেখক অ্যাবিগেইল কোল লকডাউনের মধ্যে তাঁর দ্বিতীয় উপন্যাসটি লিখে শেষ করেছেন। ২৮ বছর বয়সী এই লেখক বলেন, ‘গত ১০ এপ্রিল আমি দ্য প্রিভিলেজড হেয়ার লেখা শুরু করি এবং ২২ মে লেখা শেষ হয়ে যায়। এখন বইটির কাভার ডিজাইন... বিস্তারিত
Comments
Post a Comment