বাড়ি বাড়ি গিয়ে তাঁরা বিনা মূল্যে যা দিচ্ছেন

মহামারির এই সময় সংকটে আছে মানুষ। এই সংকট মানুষকে কাজ থেকে দূরে সরিয়েছে, ঘরের ভেতর আটকে রেখেছে। সীমিত আয়ের মানুষ পড়েছে বিপাকে। এমন বিপন্ন সময়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন একদল তরুণ। তাঁরা বাড়ি বাড়ি ছুটছেন। বিশেষ করে যাঁদের কিছু জমিজমা আছে। তাঁদের হাতে তুলে দিচ্ছেন নানা জাতের শাকসবজির বীজ, যাতে হাতের নগদ টাকা ফুরিয়ে গেলেও শাকসবজি বেচে কোনো রকমে চলতে পারেন। বিনা মূল্যেই এসব বীজ বিলাচ্ছেন তাঁরা।... বিস্তারিত



Comments