মা–বাবার অপেক্ষা ফুরোয় না শিশু জোহানা ও সামান্থার

চার বছর বয়সী সামান্থা, আর ছয় বছরের জোহানা। তাদের মা–বাবা দুজনই প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। করোনার এই সময়ে কর্মক্ষেত্রে তাঁদের দায়িত্ব বেড়েছে। করোনা রোগীদের কোয়ারেন্টিন করা থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে ত্রাণসামগ্রী পৌঁছাতে হচ্ছে। এতে মা–বাবার সঙ্গ পাচ্ছে না ওই দুই শিশু। গোপালগঞ্জের মুকসুদপুরের বাসায় থাকছে শিশু সামান্থা ও জোহানা। তাদের বাবা মাহাবুবুর রহমান শরীয়তপুর সদর... বিস্তারিত



Comments