আর্থুর মেলো ও মিরালেম পিয়ানিচ – দুই মিডফিল্ডার ঘর অদল-বদল করছেন, খবরটা আজকের নয়। ফুটবলীয় দিক দিয়ে এই চুক্তিতে বার্সেলোনার তেমন কোনো সুবিধা না থাকলেও এই চুক্তি সম্পাদন করতে তাঁরা কেন মরিয়া, তাঁরই একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন আগামী নির্বাচনে দলটার সভাপতি পদপ্রার্থী ভিক্টর ফন্ত অথচ এমনটা হওয়ার কথা ছিল না। গত দু-তিন বছর ধরেই বার্সেলোনা টাকা খরচ করে যাদের কিনছিলো, তাঁদের দেখে অন্তত খোলাচোখে মনে... বিস্তারিত
Comments
Post a Comment