উঁচু পাহাড়ে ‘ইন্টারনেট হাউস’

দুর্গম এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। নেই যানবাহন চলাচলেরও কোনো রাস্তা। জনপদটি যেন বহির্বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন। তবে সেখানকার দুটি গ্রামের পাশে অবস্থিত ৪০০ ফুট উঁচু দুটো পাহাড়ের চূড়ায় উঠলে পাওয়া যায় মুঠোফোনের নেটওয়ার্ক। ওই দুটি গ্রামের শতাধিক মানুষ ওই দুই পাহাড়ে উঠে মুঠোফোনে স্বজনদের সঙ্গে কথা বলেন। ব্যবহার করেন সামাজিক যোগাযোগমাধ্যমও। পাহাড়চূড়ায় এ জন্য তৈরি হয়েছে বাঁশ ও শণের মাচাং... বিস্তারিত



Comments