দোকানের নাম কারু বিতান। ভেতরে মনকাড়া সব কারুপণ্য থরে থরে সাজানো, কিন্তু বিক্রয়কর্মী নেই। বৈদ্যুতিক পাখাও বন্ধ। দেয়ালে এসি লাগানো আছে, চালু নেই। দোকানের বাইরে একজন পায়চারি করছিলেন। তিনি ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মানে, কিছু লাগবে কি না। সাংবাদিক পরিচয় পেয়ে বললেন, ‘এসব মালের আর খদ্দের নেই। মানুষের হাতে বাড়তি পয়সা থাকলে, অনুষ্ঠানাদি হলে এসব আইটেম বিক্রি হয়। এখন বেচাকেনা নেই। তাই... বিস্তারিত
Comments
Post a Comment