মিরকাদিমের বাতাসে শুধুই হাহাকার

দুর্ঘটনায় প্রাণ হারানো ৩৩ জনের মধ্যে ৩০ জনই মুন্সিগঞ্জের বাসিন্দা। সদরের ১৯ জনের মধ্যে ১১ জন মিরকাদিমের। সোমবার সকালটা ছিল রোদঝলমলে। মুন্সিগঞ্জের কাঠপট্টি ঘাট থেকে নিঃশঙ্কচিত্তে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমএল মর্নিং বার্ড। দুর্ঘটনার দূরতম শঙ্কাও ছিল না লঞ্চটির শতাধিক যাত্রীর মনে। অথচ সদরঘাটের কাছে পৌঁছাতেই হঠাৎ সবকিছু এলোমেলো। মুহূর্তেই তাজা প্রাণগুলো পরিণত হয়ে যায় লাশে। মুন্সিগঞ্জে এখন বাড়ি... বিস্তারিত



Comments