-বাবা বাবা, আমাদের দোচালা ঘরটা কি তাহলে পড়ে যাবে? বাবা চুপচাপ বসে রইলেন। উত্তর যে তাঁর জানা নেই, সেটা বোঝার বাকি রইল না আমার। দীর্ঘশ্বাস ফেলে বাবা নূর নাহারের দিকে তাকালেন। পাশের রুমে থাকা চৌকিতে বসে আমিও তা শুনতেছিলাম। - জানি না রে মা। আল্লাহ যেহেতু আমাদের পাঠিয়েছেন তিনিই আমাদের রক্ষা করবেন। কিন্তু বাতাস বরাবরের মতো এখনো তুমুল বেগে ছুটে চলছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে লকডাউন ছেড়েও মানুষ চলে... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1672227/%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%98%E0%A6%B0
Comments
Post a Comment