প্রতিবছর বড়দের সঙ্গে হাটে গিয়ে গরু কেনা ছিল রিফাত আলমের ছোটবেলায় ঈদের এক নম্বর চাওয়া। বড় হওয়ার পরও হাটে গিয়ে দেখেশুনে কোরবানির জন্য গরু কেনার কাজটি ভালোবেসেই করতেন রিফাত। কয়েক বছর হয়, পরিবার নিয়ে মরু শহর দুবাইয়ে বসবাস করছেন। কোরবানির ঈদ এলেই ফেসবুকে পশুর হাট ও গরুর ছবি দেখলেই নিজের অজান্তেই কষ্টে চোখটা ভিজে যেত। স্মৃতির পাতায় ভেসে আসত পুরোনো দিনের কথা। এবারও রিফাত আলামের চোখ ভিজে উঠেছে পানিতে।... বিস্তারিত
Comments
Post a Comment