অপেক্ষার যেন শেষ নেই তাঁদের

একটি সাইকেল, কোদাল ও ঢালি নিয়ে রোজ অপেক্ষায় থাকেন শাহাদ আলী (৫০)। গত এক সপ্তাহে মাত্র একদিন কাজ পেয়েছেন তিনি। তবুও কাজের অপেক্ষায় তাঁর বসে থাকা। তাঁর বাড়ি রাজশাহীর নগরের উপকণ্ঠ কাঁটাখালি থানাধীন মল্লিকপুর গ্রামে। পাঁচ সদস্যের পরিবারে তিনিই একমাত্র উপার্জন করেন।  শাহাদ আলীর মতোই আরও কয়েক শ মানুষ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ পাওয়ার আশায় ভিড় জমান রাজশাহী নগরের বিভিন্ন মোড়ে। এই মানুষদের প্রতিদিন... বিস্তারিত



Comments